অধ্যক্ষ

অধ্যক্ষ

শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পরিভান্ডার শিক্ষা প্রতিষ্ঠান । আমাদের সমাজে শিক্ষা প্রতিষ্ঠানের অভাব নেই বললেই চলে। কিন্তু শিক্ষার্থীদের প্রকৃত জ্ঞান অর্জনের সহায়ক পরিবেশ নেই অনেক প্রতিষ্ঠানেরই। তাই আজকে যে শিক্ষার্থী শিক্ষিা প্র্রতিষ্ঠান থেকে সুশিক্ষায় দীপ্ত হয়ে দেশ ও জাতির উজ্জল ভবিষ্যৎ রচনা করবে বলে আমাদের প্রত্যয় , তারা আজ নৈতিক চরিত্রের অবক্ষয়ে অঙ্করেই বিনষ্ট হয়ে যাচ্ছে এবং সমাজের সবচেয়ে নিকৃষ্ট ও ঘৃনার কাজ তাদের দ্বারা অহরহ ঘটে চলেছে । এজন্য যে শিক্ষার্থীরাই দায়ী তা নয় , শিক্ষা প্রতিষ্ঠান ব্যবস্থাপনায়ও ঘুন ধরেছে স্বীকার করতেই হয় এবং সাথে সাথে শিক্ষার্থীদের অভিভাবক যারা রয়েছে তারা কেউ কেউ নিজ সন্তানের প্রকৃত জ্ঞান অর্জনের দিকে লক্ষ্য না রেখে বরং তাদের সন্তানকে খেয়াল খুশী মত চলতে পরোক্ষভাবে উৎসাহিত করেন। আজকে এ দুরাবস্থা থেকে রেহাই পেতে হলে শিক্ষার্থী, শিক্ষক ,অভিভাবক সবাইকে সচেষ্ট হতে হবে এবং স্ব স্ব দায়িত্ব পালনে অবিচল থাকতে হবে। একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে কাশীপুর হাইস্কুল ও কলেজ দেশ ও জাতি তথা সমাজ গড়ার উদ্দেশ্যে আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানরুপে গড়ে তুলতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। মানুষ গড়ার কারখানা হিসেবে এ শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীর মানবিক , সামাজিক নৈতিক গুণাবলীর সুষ্ঠ বিকাশ নিশ্চিত করার প্রত্যয়ে ঐক্যবদ্ধ আমরা । এ লক্ষ্যকে সামনে রেখে প্রতিষ্ঠানের সকল দিক নির্দেশনা সম্বলিত একটি প্রসপেকটাস প্রকাশ করার প্রয়াস পাচ্ছি যার ভিত্তিতে প্রতিষ্ঠানটি একটি নির্দিষ্ট লক্ষ্যে,নির্দিষ্ট পদ্ধতিতে , নিজস্ব ঐতিহ্যের উপর সচল থাকবে , যাতে শিক্ষার্থী ও শিক্ষক –শিক্ষিকাবৃন্দ একটি সুশৃঙ্খল পদ্ধতিতে জ্ঞানের আদান – প্রদান করতে সক্ষম হবে । ট্রতিষ্ঠান পরিচালনা পষদের উপদেশ, নির্দেশনাএবং শিক্ষক- শিক্ষকাবৃন্দের অভিজ্ঞতার আলোকে আজকে যে প্রসপেকটাস প্রকাশ পাচ্ছে তা সার্থক রুপ লাভ করতে হলে শিক্ষক – শিক্ষর্থী- অভিভাবক সকলের সমন্বিত প্রচেষ্টা থাকলে যার সুফল লাভ করবে শিক্ষার্থী উপকৃত হবে অভিভাবকবৃন্দ এবং শিক্ষা প্রতিষ্ঠান পাবে গৌরব । এ প্রসপেকটাসে শিক্ষার্থীদের সুশিক্ষার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের সুন্দর পরিবেশ নিয়ম –শৃঙ্খলা উন্নত কলা – কৌশল তথা সুষ্ঠ পরিকল্পনার কথা বলা হয়েছে । প্রতিষ্ঠান কর্তৃপক্ষ এবং অভিভাবকবৃন্দের যৌথ উদ্যোগে ও দায়িত্বশীলতার ভিত্তিতে তা বাস্তবরুপ সম্ভব । সুতরাং আমাদের এ চিন্তা চেতনায় সম্পৃক্ত হয়ে শিক্ষার্থীদের সার্বিক উন্নতি সুনিশ্চিত করার স্বার্থে মুক্ত আলোচনায় অভিভাবকদের গঠনমুলক পরামর্শ প্রতিষ্ঠান কর্তৃপক্ষশ্রদ্ধাভরে গ্রহণ করবে। পরিশেষে আমার সহকর্মীবৃন্দ তথা সম্পাদনা পর্ষদ শিক্ষা কার্যক্রমের বাস্তবতা অনুধাবনের লক্ষ্যে তথ্য সংগ্রহ ও প্রয়োগে তাদের সুচিন্তিত মতামত দিয়ে অক্লান্ত পরিশ্রমে এ প্রসপেকটাস প্রস্তুত করে তুলতে সাহায্য করেছেন তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ এবং প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদ যাদের অনুপ্রোরণায় ও সহযোগিতায় এটা প্রকাশ সম্ভব হয়েছে তাদের প্রতি রইল আমার সকৃতজ্ঞ অভিনন্দন। এ প্রসপেকটাসের আলোকে শিক্ষার্থীরা প্রকৃত শিক্ষায় দীক্ষিত হয়ে উজ্জল করুক এ শিক্ষা প্রতিষ্ঠান- এ কামনায়। মোঃ মামুন-অর-রশীদ