Brief History

Brief History

কাশীপুর হাইস্কুল ও কলেজ এতদাঞ্চলের একটি ঐতিহ্যবাহী , সুপ্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান । আর ক’বছর পরই- এ প্রতিষ্ঠানটি শত বছরে পদার্পণ করবে । শিক্ষার পাশাপাশি সামাজিক ও সকাংস্কৃতিক ক্ষেত্রেও সুপ্রৃচীন এ প্রতিষ্ঠানটি শত বছরে পদার্পন করবে । শিক্ষর পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতির ক্ষেত্রেও সুপ্রচীন এ প্রতিষ্ঠানট্ িভূমিকা প্রসংশিত । শিক্ষার মূল উদ্দেশ্য হল মানুষ্ র দৃষ্টিভঙ্গও আচর।ণ আচরনেননর পরিবর্তন ‘‘-মহান দার্শনিক টিথা গোরাসের এ অমর বানী আমরা শিক্ষার্থিদের মধ্যে ফুটিয়ে তুলতে সদা জাদ্রত । শিক্ষানীতি 2012 – এর আলোকে সৃজনশীল শিক্ষাদান পদ্ধতি দ্বরা শিক্ষার্থীদের জ্ঞান চর্চার জন্য আমাদের শিক্ষকগণ প্রশিক্ষিত এবং সর্বদাই সচেষ্ট। এ প্রতিষ্ঠানটির শিক্ষক-কর্মচারীদের আন্তরিকতা ও যত্নের কারনে বরাবরই পরীক্ষার ফলাফলে মান সম্মত অবস্থান আমরা ধরে রাখতে সক্ষম হয়েছি। প্রতিষ্ঠানের সন্দরপরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্য আমাদের শিক্ষা একটি জাতিকে আলোকিত করতে পারে।কর্মরা অন্যতম উৎস। শিক্ষা একটি জাতিকে আলোকিত করতে পসের । শিক্ষর্থীদের সৃজনশীল মেধা শক্তি কে কাজে লাগিয়ে মানব সভ্যতাকে িএগিয়ে নিতে হবে । এ আদর্<ে আদর্শে অনুপ্রানিত হয়ে আমরা সর্বদাউই সচেষ্ট আছি প্রতিষ্ঠানটির উন্নতি র জন্য । এ মহান কাজে সকলে র আন্তরিকতা ও সহযোগিতা ও সহযোগিতা কামনা করছি।

Recent Notifications